মোদি-রাহুলের আলিঙ্গনে রাজনীতি দেখছে জনতা

Spread the love
সংসদের একটা ছবি। সেই ছবিটাই নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। রাজনৈতিক মহল তো বটেই, চায়ের দোকান কিংবা আড্ডার ঠেকেও শুরু হয়েছে জোর আলোচনা, তর্ক-বিতর্ক। আদৌ কি ছবিটা আগামীদিনের রাজনীতিতে কোনও পরিবর্তন আনবে? নাকি নিছক সৌজন্যতার বসেই রাহুল গান্ধি জড়িয়ে ধরলেন নরেন্দ্র মোদিকে ? এমন কিছু প্রশ্ন এখন উঠে এসেছে জনতার দরবারে।
শুক্রবার সংসদে বক্তব্যের শুরু থেকেই রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেন। ভাষণ শেষে আবার নিজেই আসন ছেড়ে উঠে সটান পৌঁছে যান প্রধানমন্ত্রীর কাছে। হঠাৎই আলিঙ্গন করেন মোদিকে। আলিঙ্গনের সেই ছবিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে তর্ক-বিতর্ক।
কলকাতার মানুষ অবশ্য এই আলিঙ্গনকে সৌজন্যতার রাজনীতি হিসেবে দেখছে না। এটিকে তারা রাজনীতির অংশ বলেই মনে করছে। নাগরিকদের বিশ্লেষণ, নেতারা ভিতরে ভিতরে সব এক। অভিজিৎ বসু নামে এক ব্যক্তি বলেন, “সবটাই নিজেদের মধ্যে বোঝাপড়া।” অর্থনীতির এক ছাত্রী বলেন, “এসব করে কোনও লাভ নেই। যে দেশের উন্নতি করতে চায়, সে কাজ করবে। এগুলো করে কোনও ফল হবে না।” আরও এক কলেজ পড়ুয়া বলেন, “পুরোটাই রাজনীতি। নেতারাও শুধু নিজের সুবিধাটাই দেখেন। ওরা যা করেন, তা শুধু নিজের সুবিধার জন্য।” 
পাশাপাশি যুব সমাজের আরও এক প্রতিনিধি বলেন, “সবই প্রচার পাওয়ার ধান্দা। সমস্ত রাজনৈতিক নেতারা দুর্নীতিগ্রস্ত।” দুই প্রবীণ নাগরিকের আবার বক্তব্য, “দেশের মানুষের সামনে ও মিডিয়ার সামনে ওঁরা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করেন। কিন্তু তলে তলে এঁরা সব এক। এসব নেতাদের ভরসা করা যায় না।” 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*