বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘চৌকিদার’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন সিবিএসই-এর প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি টুইট করেন রাহুল গান্ধী৷ টুইটে তিনি লেখেন, আমাদের চৌকিদার খুবই দুর্বল, সেই জন্যই তথ্য ফাঁসের এত ঘনঘটা৷ এমনকী এদিন টুইটারে #BasEkAurSaal কথাটি ব্যবহার করেছেন রাহুল। যার অর্থ আর মাত্র একটা বছর।
প্রসঙ্গত, বুধবারই দশম ও দ্বাদশ শ্রেণিতে ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বোর্ড। দশম শ্রেণির অঙ্ক এবং দ্বাদশ শ্রেণির ইকনমিক্স পরীক্ষা আবারও নেওয়ার কথা জানানো হয়। মূলত, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সিবিএসই। এরপর থেকেই বোর্ডের ভূমিকা নিয়ে সরব হয় বিভিন্ন মহল।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে পড়ুয়ারা প্রতিবাদ দেখাতে শুরু করে। শুধুমাত্র অঙ্ক বা ইকনমিক্স নয়, পরীক্ষা নেওয়া হোক সব বিষয়ে, এমনই দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে এসেছে পড়ুয়ারা। প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকরও। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বেগ হওয়া স্বাভাবিক। আমিও একজন পিতা। বুঝতে পারি কী অবস্থা হয়। দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
Be the first to comment