রাহুল গান্ধী এদিন টুইট করে বলেন, প্রিয় প্রধানমন্ত্রী, পেট্রল ও ডিজেলের দাম আপনি এক পয়সা করে কমিয়েছেন। এক পয়সা? যদি আপনার মশকরা করার ইচ্ছে যাকে, তবে তা শিশুসুলভ ও নিম্নরুচির।
উল্লেখ্য, বুধবার সকালে জানানো হয়েছিল, দিল্লিতে পেট্রলের দাম ৬০ পয়সা কমে হয়েছে ৭৭ টাকা ৮৩ পয়সা। ডিজেলের দাম ৫৬ পয়সা কমে হয়েছে ৬৮ টাকা ৭৫ পয়সা। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায়, পেট্রল ও ডিজেলের দাম লিটারে মাত্র এক পয়সা করে কমানো হয়েছে। আর তারপরই ক্ষোভপ্রকাশ করেন কংগ্রেস সভাপতি।
Be the first to comment