১৯-র নির্বাচনকে পাখির চোখ করে সনিয়ার গড়ে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হামসফর এক্সপ্রেস এবং রায়বেরিলির কারখানায় মেট্রোর রেকের শিলান্যাস-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মোদি ৷
সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে একেবারে ধরাশায়ী হয়েছে বিজেপি ৷ কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলকে একচুলও জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির ৷ যার জেরে রায়বেরিলি থেকে প্রায় ১১০০কোটি টাকা প্রজেক্টের শিলান্যাস করলেন নরেন্দ্র মোদি ৷
রায়বেরিলির সভায় পৌঁছতেই নাম না করে সনিয়াকে কড়া ভাষায় আক্রমণ করলেন মোদি ৷ বলেন, আমাদের সরকার আসার পর দেশে দ্রুত উন্নতি হচ্ছে ৷ আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে রেলে ৷ আগে স্থানীয়দের কাছ থেকে মাত্র ১ কোটি টাকার সামগ্রী কেনা হত ৷ আমাদের সরকার আসার পর ১১৫ কোটি টাকার সামগ্রী কেনা হয়েছে ৷ বিশ্বের সবচেয়ে বড় কোচ ফ্যাক্টরি তৈরি হবে রায়বেরিলিতে ৷ আগের সরকার শুধুমাত্র প্রতিশ্রুতিই দিয়ে গিয়েছে ৷ ৫ হাজার কর্মী নিয়োগের কথা হয়েছিল ৷ কিন্তু সেই সংখ্যা পূরণ হয়নি ৷ ২হাজার কর্মী নিয়োগ হয়েছে ৷ মেরামত করা হবে ১৩৩ কিলোমিটার রায়বরেলির রাস্তা, যা জাতীয় সড়কের অংশ । বুন্দেলখণ্ড, চিত্রকূট, লখনউ ও পূর্বাচলকে জুড়বে ওই রাস্তা ।
এদিন রায়বেরিলিতে মোদী কংগ্রেসকে নিশানা করে আরও বলেন, কংগ্রেস নেতারা এখানে ভাষণ দেন আর তালি পড়ে পাকিস্তানে ৷ তিনি জোর গলায় জানান, ‘দেশ আজ দুটি ভাগে বিভক্ত৷ একদিকে রয়েছে সত্য এবং সুরক্ষার দিকটি৷ অন্যদিকে রয়েছে সেই সব শক্তি যারা যে কোনও মূল্যে দেশকে দুর্বল করে দিতে চায় ৷ আর এই সব শক্তি সঙ্গে যোগ রয়েছে কংগ্রেসের ৷ এরা ভারতীয় সেনার শক্তিশালী হওয়ার পথে অন্তরায়৷ এরা কোন দেশ থেকে সমর্থন পাচ্ছে তাও স্পষ্ট ৷
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এই প্রজেক্ট সম্পূর্ণ করতে খরচ হবে ৫৫৮ কোটি। খনি এলাকাগুলিতে যুক্ত করবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এটি। ২ কিমি জুড়ে থাকবে চারটি লেন, দুটি বাইপাস।
Be the first to comment