নরেন্দ্র মোদির সভার জন্য পুরো রাজ্য প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে, এমনই অভিযোগ রাজস্থানে

Spread the love

নরেন্দ্র মোদির সভার জন্য পুরো রাজ্য প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে। এমনই অভিযোগ উঠল রাজস্থানে। ৭ জুলাই জয়পুরে মোদির সভায় যাতে ভালো ভিড় হয় তার জন্য শুধু বিজেপি নয়, উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারই। কেন্দ্রীয় প্রকল্পে উপকৃতদের সভায় আনার জন্য জেলাশাসকদের বলা হয়েছে। বারনের জেলাশাসক একধাপ এগিয়ে লিখিত নির্দেশও দিয়েছেন। যারা আসবে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার কথা বলেছেন তিনি। কোন দফতর কী কাজ করবে তাও জানিয়েছেন তিনি। যেমন নির্মাণ দফতর থাকার ব্যবস্থা করবে। জলসম্পদ দফতর দেখবে খাবার আর জলের বন্দোবস্ত। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব স্বাস্থ্য দেখভালের। গাড়ির ব্যবস্থা করবে জেলা পরিবহন দফতর। কেউ কেউ অবশ্য এই নির্দেশ মানবেন না বলে জানিয়েছেন। বারনের জেলাসাসক জানিয়েছেন, এটা সভার প্রস্তুতিরই অঙ্গ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*