ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা ঘিরে শহরবাসীর ভোগান্তির আশঙ্কা। তাই বুধবার শহর সচল রাখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফে। জানা গেছে, শ্যামবাজার-জোড়াসাঁকো থেকে একটি মিছিল আসবে। পাশাপাশি শিয়ালদহ লাইনের দুটি ট্রেন বিজেপির তরফে বুক করা হয়েছে। তাঁদের সঙ্গে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার বিজেপি কর্মী-সমর্থকরা মিলিত হবেন। দক্ষিণ কলকাতা থেকে হাজরা রোড হয়ে একটি মিছিল ব্রিগেড পৌঁছাবে। দ্বিতীয় হুগলি সেতু ধরেও আসবে মিছিল। হাওড়া থেকে মিছিল স্ট্র্যান্ড রোড হয়ে ব্রিগেড আসবে।
এদিকে মঙ্গলবার রাত থেকেই শহরে নাকা চেকিংয়ের পরিমাণ বাড়ানো হয়েছে। শহরের প্রতিটি হোটেলে চালানো হয় নজরদারি। প্রতিটি ফেরি ঘাট, বাস টার্মিনাল এবং স্টেশনে থাকবে পুলিশ পিকেট। শহরের প্রতিটিএন্ট্রি পয়েন্টে থাকবে বিশেষ টিম। এছাড়াও ব্রিগেডের জন্য ২ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। শহরকে সচল রাখতে সাত থেকে আটজন ডিভিশনাল পুলিশ কমিশনারও থাকবেন।
Be the first to comment