এবছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতের মুখ্য অতিথি হচ্ছেন সিরিল রামাফোসা

Spread the love
২০১৯ এর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতের মুখ্য অতিথি হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। এই মুহূর্তে আর্জেন্টিনায় G20 সম্মেলনে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেখানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি । মোদির আমন্ত্রণ গ্রহণও করেছেন রামাফোসা।
মহাত্মা গান্ধির ১০৫ তম জন্মবার্ষিকীও পালন করতে চলেছে কেন্দ্র ও সেই প্রসঙ্গেই মোদি জানিয়েছেন গান্ধিজীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার সম্পর্ক সকলেরই জানা ও এই অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়ে তিনি খুশি। অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি দুই রাষ্ট্রনেতার মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে । ভারত-দক্ষিণ আফ্রিকার সম্পর্ক আরও সুদৃঢ় করবে এই অনুষ্ঠান, জানিয়েছেন মোদি ।
মোদির আমন্ত্রণে সায় দিয়েছেন রামাফোসা ।এছাড়া, ২০১৯ এ ভারতে আসতে পারেন আর্জেন্টিনার রাষ্ট্রপতিও, জানিয়েছেন বিদেশসচিব বিজয় গোখলে।
যদিও এর আগে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন তিনি । ২০২২ সালে স্বাধীনতার ৭৫তম বর্ষে G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করবে ভারত, ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
এই মুহূর্তে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে G20 সম্মেলনে যোগদান করতে গিয়েছেন মোদি। সৌদি আরবের সঙ্গে প্রযুক্তি , জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে ভারত । সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেও। গতকালই মোদি জানিয়েছেন ২০২২ সালে স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে G20 সম্মেলনের আয়োজন করতে চলেছে নয়াদিল্লি । ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন মোদি।
G20 সম্মেলনে বিশ্বের ১৯টি শিল্পভিত্তিক ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি অংশগ্রহণ করে থাকে । ২০০৮ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই বৈঠক ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*