২০১৯ এর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতের মুখ্য অতিথি হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। এই মুহূর্তে আর্জেন্টিনায় G20 সম্মেলনে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেখানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি । মোদির আমন্ত্রণ গ্রহণও করেছেন রামাফোসা।
মহাত্মা গান্ধির ১০৫ তম জন্মবার্ষিকীও পালন করতে চলেছে কেন্দ্র ও সেই প্রসঙ্গেই মোদি জানিয়েছেন গান্ধিজীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার সম্পর্ক সকলেরই জানা ও এই অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়ে তিনি খুশি। অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি দুই রাষ্ট্রনেতার মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে । ভারত-দক্ষিণ আফ্রিকার সম্পর্ক আরও সুদৃঢ় করবে এই অনুষ্ঠান, জানিয়েছেন মোদি ।
মোদির আমন্ত্রণে সায় দিয়েছেন রামাফোসা ।এছাড়া, ২০১৯ এ ভারতে আসতে পারেন আর্জেন্টিনার রাষ্ট্রপতিও, জানিয়েছেন বিদেশসচিব বিজয় গোখলে।
যদিও এর আগে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন তিনি । ২০২২ সালে স্বাধীনতার ৭৫তম বর্ষে G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করবে ভারত, ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
এই মুহূর্তে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে G20 সম্মেলনে যোগদান করতে গিয়েছেন মোদি। সৌদি আরবের সঙ্গে প্রযুক্তি , জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে ভারত । সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেও। গতকালই মোদি জানিয়েছেন ২০২২ সালে স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে G20 সম্মেলনের আয়োজন করতে চলেছে নয়াদিল্লি । ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন মোদি।
G20 সম্মেলনে বিশ্বের ১৯টি শিল্পভিত্তিক ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি অংশগ্রহণ করে থাকে । ২০০৮ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই বৈঠক ।
Be the first to comment