আরও বাড়ল বিনামূল্যে রেশনের মেয়াদ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

Spread the love

গত লকডাউনে টানা ছমাস বিনামূল্যে রেশন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দিয়েছে তারা। এবার বিনামূল্যে সেই রেশন দেওয়ার সেই মেয়াদ আরও বাড়াল কেন্দ্র। 

সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, দিপাবলী অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। এর ফলে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ প্রচুর মানুষ উপকৃত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

এদিন প্রধানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ দিপাবলী অবধি বাড়ানো হল। ৮০ কোটি দরিদ্র মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।” উল্লেখ্য, এ রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সামনে উত্তরপ্রদেশে, গুজরাট-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে যোগীর গড়ের ভোট মোদি সরকারের লিটমাস টেস্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেই নির্বাচনে জিততে ‘ম্যাজিকাল’ পদক্ষেপের দরকার ছিল। এবার বিনামূল্যে রেশন এবং ভ্যাকসিনের ঘোষণা করে সেই প্রধানমন্ত্রী সেই বৈতরণী পারের চেষ্টা করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*