গড়ে তিনদিনে একদিন করে অফিসে অনুপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ভ্রমণ নিয়ে এমনটাই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল এশিয়া টাইমস। ক্ষমতায় আসার পর থেকে মোট ১,৪৯২ দিন অফিসে কাটিয়েছেন। আর ৪৭৭ দিন কেটেছে সফরে। এশিয়া টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, পিআইবি, প্রধানমন্ত্রীর ওয়েবসাইট এবং বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। সেই রিপোর্ট অনুসারে, মোট একবছর তিনমাস সফর করে কাটিয়েছেন মোদি। এর মধ্যে ৩১৩ দিন কেটেছে ভারতের মধ্যেই বিভিন্ন রাজ্য সফরে। ১৬৪ দিন কেটেছে বিদেশ সফরে। মোট ৫২টি দেশে সফর করেছেন। বিদেশের মধ্যে সবচেয়ে বেশিবার গিয়েছেন চিনে। মোট ৬ বার। এরপরেই রয়েছে আমেরিকা ও জার্মানি। মোট ৫ বার করে। ভারতীয় টাকায় প্রধানমন্ত্রীর শুধু উড়ান বাবদ খরচ হয়েছে ৩৭০ কোটি টাকা।
রাজ্য সফরের নিরিখে সবচেয়ে বেশিদিন কাটিয়েছেন উত্তরপ্রদেশে। আর সবচেয়ে বেশি বার গিয়েছেন বিহারে। প্রায় ১৪ বার। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনের সময় বিহারে ঘনঘন গিয়েছিলেন তিনি। এশিয়া টাইমস আরও জানাচ্ছে, দেশের মধ্যে অধিকাংশ সফরই ছিল নতুন কিছুর উদ্বোধন নতুবা নির্বাচনী প্রচার। পাশাপাশি মোদির বৈদেশিক নীতি নিয়েও কটাক্ষ করা হয়েছে। বলা হয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ বিদেশ সফরে বিদেশমন্ত্রীর পরিবর্তে তিনি নিজেই গিয়েছেন। কিন্তু আখেরে খুব একটা লাভবান হওয়া যায়নি। একদিকে চিনের সঙ্গে তিক্ততা বেড়েছিল। অন্যদিকে পাকিস্তান ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সন্ত্রাসী কার্যকলাপ দমন করতে গিয়ে উল্টো কাশ্মীরের পরিস্থিতি আরও বিগড়েছে। শান্তি অপারেশন চালাতে গিয়ে যে পরিমাণ সৈনিকের মৃত্যু হয়েছে, তা আগে কখনও হয়নি।
Be the first to comment