কবি শঙ্খ ঘোষের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী, রাজ্যপাল

Spread the love

কবি শঙ্খ ঘোষের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ শোকপ্রকাশ করে বাংলায় টুইট করেন তিনি ৷

প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, বাংলা ও ভারতীয় সাহিত্যে তাঁর অবদানের জন্যে শঙখ ঘোষ স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর রচনা বহুপঠিত এবং শ্রদ্ধেয়। তাঁর মৃত্যুতে শোকাভিভূত। তাঁর পরিবার ও স্বজনদের জানাই সমবেদনা। ওঁ শান্তি।

অমিত শাহ টুইটে লেখেন, “সাহিত্য আকাদেমি পুরস্কারের সম্মানিত কবি শঙ্খ ঘোষের মৃত্যুর খবরে আমি শোকাহত। সমাজ প্রেক্ষাপটে লেখা তাঁর অসংখ্য কবিতা চিরকাল থেকে যাবে। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ওঁম শান্তি।”

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই একে একে শোকজ্ঞাপণ করেন বিশিষ্ট ব্যক্তিরা ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটে লেখেন, ‘‘ সাহিত্য অ্যাকাডেমি ও পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত কবি শঙ্খ ঘোষের প্রয়াণে শোকাহত ৷ মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৯ বছর ৷ বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি ৷ ওনার আত্মার শান্তি কামনা করি ৷’’

https://twitter.com/jdhankhar1/status/1384769202771283969

বুধবার আজ সকালে প্রয়াত হন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ ৷ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বয়স হয়েছিল ৮৯ বছর ৷ কবির মৃত্যুতে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া ৷

বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কবি ৷ গত বছরের জানুয়ারিতে শ্বাসনালির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ কিছুদিন আগে শঙ্খবাবুর জ্বর এসেছিল ৷ সন্দেহ হওয়ায় চিকিৎসকের পরামর্শ মতো করোনা টেস্ট করানো হয় ৷ ১৪ এপ্রিল টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত বাঙালি কবির ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*