কীভাবে করোনার সঙ্গে মোকাবিলা করছে দেশ, তা খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ছিল সেই বৈঠক। এদিন কেন্দ্রের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মোদী। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, প্রিন্সিপ্যাল সেক্রেটারি সহ অনেকে।
দিল্লি সহ দেশের একাধিক রাজ্য এযেভাবে সংক্রমণ বাড়ছে, সেই বিষয়েই আলোচনা হয়েছে এদিন। ভারতে করোনা সংক্রমণ ইতিমধ্যেই ৩ লাখ পেরিয়ে গিয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সপ্তাহে দু’দিন এ বিষয়ে আলোচনায় বসবেন নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, আগামী সপ্তাহে অর্থাৎ জুন মাসের ১৬ এবং ১৭ তারিখে ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণকে সামনে রেখে এই আলোচনা হতে চলেছে। তার আগেই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মোদী।
৩১ মে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হয়েছে। লকডাউন বাড়া নিয়ে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে যে ২০ মার্চ প্রথম বৈঠক, ২ এপ্রিল, দ্বিতীয় বৈঠক, ১১ এপ্রিল তৃতীয় বৈঠক এবং এপ্রিলের ২৭ তারিখ চতুর্থ বৈঠক হয়েছিল। এই সব বৈঠকে নিজেদের মতামত দিয়েছিল রাজ্যগুলি। তারপর ফের বৈঠক হতে চলেছে জুনের ১৬ এবং ১৭, পরপর দু’দিন।
Be the first to comment