বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসলেন মোদী ও অমিত শাহ

Prime Minister Narendra Modi gives award to young achievers at Y4D Foundation New India Conclave at Vigyan Bhavan in New Delhi on Monday. Express Photo By Amit Mehra 16 July 2018
Spread the love

চলতি বছরেই ভোট বিজেপি শাসিত ছত্তিসগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে। প্রতিটি রাজ্যেই সরকারবিরোধী মনোভাব প্রবল। ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নিয়ে মঙ্গলবার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহ। বৈঠক চলবে ১০ ঘন্টা। তাতে মূল আলোচনার বিষয় তিনটি।

প্রথমত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর দলের দুই শীর্ষ নেতার সামনে নিজেদের রিপোর্ট কার্ড পেশ করবেন। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, বিশেষত ১২ টি প্রধান প্রকল্প রাজ্যে কতদূর রূপায়িত হয়েছে, তা জানানো হবে রিপোর্ট কার্ডে। অবশ্য শুধু রিপোর্ট কার্ড দেখেই অবশ্য নেতারা সন্তুষ্ট হবেন না। আগামী কয়েকদিনের মধ্যে অমিত শাহ নিজে বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে দেখবেন, সত্যিই প্রকল্পগুলিতে কীরকম কাজ হয়েছে।

দ্বিতীয়ত, আসন্ন বিধানসভা ভোট ও ২০১৯ সালের লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যে কী কৌশল অবলম্বন করা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হবে। তৃতীয়ত, কোন রাজ্যে কার সঙ্গে জোট বাঁধা যায়, তা নিয়েও আলোচনা হবে। মোদী ক্ষমতায় আসার পর থেকে প্রতি ছমাস অন্তর এই ধরনের মিটিং হয়। তবে সামনে বিধানসভা ভোট থাকায় মঙ্গলবারের বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিজেপিতে এখন ১৫ জন মুখ্যমন্ত্রী এবং সাতজন উপমুখ্যমন্ত্রী আছেন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী আছেন দুজন। এছাড়া গুজরাত, বিহার, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরায় একজন করে উপমুখ্যমন্ত্রী আছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটবিহারী বাজপেয়ীর প্রয়াণের পরে এই প্রথম বৈঠকে বসছে বিজেপি। সভার শুরুতে বাজপেয়ীর উদ্দেশে শ্রদ্ধা জানানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*