রেকর্ড সংখ্যক ভোট দিন, বাংলায় টুইট মোদী-শাহের

Spread the love

পশ্চিমবঙ্গ ও অসমের মানুষকে রেকর্ড সংখ্যক ভোটদানের জন্য মানুষের কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ ভোট শুরুর প্রথম দিনে সকাল সকাল বাংলাদেশ থেকে টুইট করেন নমো ৷ মানুষের কাছে একই আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷

শনিবার সকালে বাংলায় টুইট করে রাজ্যের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।

অসমের মানুষের কাছেও একই আহ্বান জানিয়ে টুইটে মোদী লিখেছেন, অসমে প্রথম দফার ভোট শুরু হয়েছে ৷ ভোটদানে যাঁরা যোগ্য তাঁদের রেকর্ড সংখ্যাক হারে ভোটদানের জন্য আহ্বান জানাচ্ছি ৷ বিশেষত আমার যুবা বন্ধুদের ভোট দিতে বলছি ৷

বাংলা ও অসমীয়া ভাষায় টুইট করে একই আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য হিসেবে পরিচিত অমিত শাহ ৷ তিনি বাংলার জনগণের উদ্দেশে টুইটে লিখেছেন, “আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন। আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*