ছবি- (এএনআই)
রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়ির মাটিগাড়ার মেডিক্যাল কাওয়াখালির মাঠে জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেছেন, ‘আজকের এই বিশাল জনসভা দেখেই বুঝতে পেরেছি, মমতার নৌকা এবার ডুবতে চলেছে। আপনাদের শুভেচ্ছাতেই সবার সঙ্গে টক্কর দিতে তৈরি চৌকিদার। আপনাদের শুভেচ্ছাতেই দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে পেরেছি। যে গতিতে বাকি রাজ্য এগিয়েছে, সেই গতিতে বাংলা এগোতে পারেনি। বাংলার উন্নয়নে স্পিডব্রেকার দিদি।
তিনি আরোও বলেন স্পিডব্রেকার দিদি এই উন্নয়নমূলক প্রকল্পে ব্রেক লাগিয়ে দিয়েছে। দিদির সরকার গরিবদের লুঠ করেছে। রাজ্যের ৭০ লক্ষ কৃষকের উন্নতির জন্য করা প্রকল্পে দিদি ব্রেক লাগিয়েছেন। সরাসরি টাকা পৌঁছত কৃষকদের অ্যাকাউন্টে, তাতে বাধা দেওয়া হয়েছে৷
আপনারা এত ভালবাসা দেখাচ্ছেন, দিদির রাতের ঘুম তো উড়ে যাবে! বাংলা এত ভালবাসা দেখাচ্ছে, মাথা নিচু করে আপনাদের ভালবাসা গ্রহণ করছি। তিনি বলেন, সমস্ত বাধা সত্ত্বেও চৌকিদার কাজ করছে। গ্রামে গ্রামে শৌচালয়, বিদ্যুৎ, স্বাস্থ্যপ্রকল্পে জোর। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের মানুষ কিছুটা লাভবান হয়েছে।
তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করে মোদি আরও বলেছেন, ‘জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছি আমরা, এতে সবারই আনন্দ হওয়ার কথা। চোট লেগেছে পাকিস্তানের, যন্ত্রণা বেশি হয়েছে কলকাতায় বসে থাকা দিদির। দিদির সঙ্গে মহাভেজাল জোটের অন্যান্যদেরও এসব পছন্দ হয়নি। ইউপিএ সরকার যখন ছিল, তখন প্রায়ই জঙ্গি হামলা হত। কংগ্রেস তখন সেনাদের বিরুদ্ধে বয়ান দিত। ইস্তাহারে কংগ্রেস যা বলেছে, তাতে সেনাদের হাত-পা বেঁধে দেওয়া হবে। কংগ্রেস দেশের সেনাদের বিশ্বাস করে না। দেশের আইনে বিশ্বাস করে না কংগ্রেস। আপনাদের ভোট, দেশের নিরাপত্তাবাহিনীর সম্মান বাঁচানোর ভোট। তিনি আরোও বলেন
আপনাদের চাওয়ালা, উত্তরবঙ্গের চা শিল্পের উন্নতিতে বদ্ধপরিকর। উত্তরবঙ্গের জনজাতিদের উন্নয়ন করবে বিজেপি সরকার।
Be the first to comment