টাকা না পাওয়াতেই কংগ্রেস আগের রাফাল চুক্তি বাতিল করেছিলো। কোষাগারের স্বার্থ দেখতে গিয়ে সামাজিক নিরাপত্তাকে উপেক্ষা করেছিলো। সংসদে রাফাল বিতর্ক চলাকালীন শুক্রবার এমনই অভিযোগ করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। বোফর্স কামান কেলেঙ্কারির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “বোফর্স ছিল একটি কেলেঙ্কারি। রাফাল নয়। এটি জাতীয় স্বার্থে একটি সিদ্ধান্ত। বোফর্সের কারণে নির্বাচনে কংগ্রেস হেরেছিল। কিন্তু, রাফালের কারণে নরেন্দ্র মোদি ক্ষমতায় ফিরবেন।”
পাশাপাশি রাফাল চুক্তির পক্ষে সওয়াল করে প্রতিরক্ষামন্ত্রীর কটাক্ষ করে বলেন, হ্যাল (হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড)-এর জন্য কংগ্রেসের কুম্ভীরাশ্রু ঝরছে। হ্যাল-এর পরিকাঠামোগত ক্ষমতা বাড়ানোর জন্য কংগ্রেস প্রয়োজনীয় কাজ করেনি বলেও অভিযোগ তাঁর। নির্মলা সীতারমন বলেন, “দেশের বিমানবাহিনী ভুগছে জেনেও আপনারা চুক্তি বাতিল করেন। আপনারা চুক্তি করেননি তার কারণ এটি আপনাদের পক্ষে উপযুক্ত নয়। চুক্তি করে আপনারা টাকা পাবেন না। অন্য কিছু না হওয়া পর্যন্ত ওরা বিমান কিনতে চায়নি। প্রতিরক্ষা লেনদেন ও প্রতিরক্ষা চুক্তির মধ্যে কিছু ভিন্নতা আছে। আমরা প্রতিরক্ষার লেনদেন করি না। জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আমরা প্রতিরক্ষা চুক্তি করি।”
Be the first to comment