সোমবার রাতেই টুইট করে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়া ত্যাগ করার কথা ভাবছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এহেন টুইটে রীতিমতো আলোড়ন পড়েছিল সারা দেশ জুড়ে। অনেকেই ভাবতে শুরু করেছিলেন, আবার কি বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন মোদী। সমস্ত জল্পনার খোলসা নিজেই করলেন তিনি। টুইট করে জানালেন, বিশ্ব নারী দিবসে তিনি মহিলাদের উৎসর্গ করতে চলেছেন সোশ্যাল মিডিয়া।
রবিবার, ৮ মার্চ বিশ্ব নারী দিবস। আর সেই জন্যই রবিবার সোশ্যাল মিডিয়া ছাড়ার আভাস দিয়েছিলেন তিনি। তা নিয়ে জল্পনা উঠেছিল তুঙ্গে। মঙ্গলবার মোদী টুইট করেন, “এই নারী দিবসে আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সেই মহিলাদের উৎসর্গ করব যাঁদের জীবন ও কাজ আমাদের অনুপ্রাণিত করে। এটি তাঁদের আরও উজ্জীবিত করবে। আপনিও কি এমন একজন মহিলা বা এমন মহিলাকে চেনেন? তা হলে তেমন নারীদের জীবনের গল্প শেয়ার করুন #SheInspiresUs এই হ্যশট্যাগ ব্যবহার করে।” এর সঙ্গে একটি ওয়ালপেপার শেয়ার করেন তিনি। সেখানে লেখা, একদিনের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ।
প্রসঙ্গত সোমবার নরেন্দ্র মোদীর টুইট করেন, “ভাবছি রবিবার সমস্ত সোশ্যাল মিডিয়া ত্যাগ করব।” এই নিয়ে জল্পনা শুরু হয় বিরোধী শিবিরেও। রাহুল গান্ধীও কিছুক্ষণের মধ্যে টুইট করেন, “হিংসা ছড়ানো বন্ধ করুন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছাড়ুন।”
প্রধানমন্ত্রীর ট্যুইটের ৩০ মিনিটের মধ্যেই ৯৩০০ বার রিট্যুইট করা হয় এবং লাইক পড়ে ২৭,৫০০টি। সোমবার রাত ৮টা ৫৬ মিনিটে তিনি নরেন্দ্র মোদী লিখেছেন, “এই রবিবার আমি সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দেব ভাবছি”। এমন কাজে অবাক হয়েছেন মোদী ফ্যানেরা।
Be the first to comment