বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, এ নিয়ে আবারও মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সোনারপুরের সভায় প্রধানমন্ত্রী বললেন, ‘বাংলার ভূমিপুত্রই এখানকার মুখ্যমন্ত্রী হবেন। ২ মে বিজেপির ঐতিহাসিক জয়ের পর সোনার বাংলা গড়তে এখানকার ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে।’
তৃতীয় দফার নির্বাচনের আবহে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী প্রসঙ্গে মোদীর এদিনের মন্তব্য উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। এদিন হুগলির হরিপালের সভায় নমো বলেছেন, ‘বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর শপথের দিন আমি বাংলায় আসব।’
উল্লেখ্য, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন? এ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। বাংলায় বিজেপির মুখ করা হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এ নিয়ে তুমুল চর্চা চলেছে বঙ্গ রাজনীতিতে। যদিও এখনও পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান হয়নি।
অন্যদিকে, কিছুদিন আগে মোদীর ব্রিগেড মঞ্চে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদানের পর নয়া জল্পনা দানা বাঁধে। তাহলে মিঠুনই কি বাংলায় বিজেপির মুখ? মিঠুনের ভোটে লড়া নিয়েও চর্চা শুরু হয়। যদিও শেষ পর্যন্ত ভোটে দাঁড়াননি মিঠুন। এদিকে, কয়েকদিন আগে খড়গপুরের সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দরাজ প্রশংসা করেন মোদী। প্রধানমন্ত্রীর মুখে দিলীপের প্রশংসা এই জল্পনায় অন্য মাত্রা যোগ করে।
সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘বিধায়কই যে মুখ্যমন্ত্রী হবেন তার কোনও মানে নেই।’ অর্থাৎ জয়ী বিধায়কের পরিবর্তে অন্য কোনও নেতাকেও মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করতে পারে বঙ্গ বিজেপি। সে ক্ষেত্রে কি তবে দিলীপ ঘোষই এই পদের দাবিদার? এ নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি।
প্রসঙ্গত, বাংলার ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি পদ্মশিবির। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেছিলেন, বাংলায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হবে না। নির্বাচনের ফল ঘোষণার পরই তা ঠিক হবে। মোদীজির উন্নয়নকে সামনে রেখেই বাংলায় একুশের ভোটযুদ্ধে লড়াই হবে বলে জানিয়েছিলেন তিনি।
Be the first to comment