বাংলায় বিধানসভা নির্বাচনের আবহেই আগামী লোকসভা নির্বাচন নিয়ে চর্চা শুরু হল বঙ্গ রাজনীতিতে। শুক্রবার তৃণমূলের তরফে টুইটারে মোদীকে নিশানা করে বলা হয়েছিল, ‘আপনাকে বারাণসীতে কঠিন চ্যালেঞ্চের মুখে পড়তে হবে’। পরের দিনই বারাণসী প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে মোদী বলেছেন, ‘দিদি বাংলার বাইরে জায়গা খুঁজছেন। বারাণসী থেকে লোকসভা ভোটে লড়বেন দিদি। বারাণসীর মানুষ কিন্তু আপনাকে বহিরাগত বলবেন না।’
সোনারপুরের সভায় এদিন তৃণমূল সুপ্রিমোকে টার্গেট করে নমো বলেছেন, ‘নন্দীগ্রামে দিদির লড়াইয়ের সিদ্ধান্ত ভুল ছিল, তৃণমূলের লোকেরাই আলোচনা করছেন এটা।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্প্রতি একটি টুইট করা হয়েছে। টুইটে দাবি করা হয়েছে, নন্দীগ্রাম কেন্দ্রে এবার জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি অন্য কোনও আসন থেকে লড়বেন না, তা স্পষ্ট জানানো হয়। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্লেখ করে বলা হয়েছে, ‘বাংলার মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন। ২০২৪ সালে নিজের জন্য কোনও সুরক্ষিত আসন খুঁজে নিন। কারণ আপনাকে বারাণসীতে কঠিন চ্যালেঞ্চের মুখে পড়তে হবে।’
তৃণমূলের এই টুইটের পর মোদীর এদিনের বক্তব্য নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বারাণসী মোদীর লোকসভা কেন্দ্র। অন্যদিকে, হরিপালের সভায় এদিন মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতিতে সবসময়ই সমৃদ্ধ। সবসময়ই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকারের পক্ষে রায় দিয়েছে। ২ মে কী ফলাফল হবে, তা নন্দীগ্রামে নির্বাচনের দিনই স্পষ্ট হয়ে গিয়েছে। বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি। প্রথম দু’দফার নির্বাচনেই রায় স্পষ্ট হয়ে গিয়েছে। আসল পরিবর্তন চাইছে বাংলা।’
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের টার্গেট করে মোদী বলেছেন, ‘যখন কেউ EVM-কে গালাগালি করেন, নির্বাচন কমিশনকে দোষারোপ করেন। তাহলে বুঝতে হবে তাঁর খেলা শেষ হয়ে গিয়েছে। দিদি, আপনার সামনে হার। আপনি এবার স্বীকার করে নিন।নির্বাচন খেলা নয়। গণতন্ত্র খেলা নয়। গণতন্ত্র হল মানুষের সেবার পথ।’
Be the first to comment