ভিডিও সৌজন্যে- (পিএমও ইন্ডিয়া)
আসন্ন লোকসভা নির্বাচনের পর পূর্ণাঙ্গ বাজেট দেশকে সামগ্রিক উন্নতির পথে নিয়ে যাবে। নির্বাচনের পর যে বাজেট আসবে এটা শুধুমাত্র তার ট্রেলার। দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে ওই বাজেট। বর্তমান সরকারের যাবতীয় পরিকল্পনা দেশের প্রত্যেকটি নাগরিকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে, শুক্রবার বাজেট পেশের পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, এই বাজেটের দ্বারা উপকৃত হবেন ৩ কোটিরও বেশি মধ্যবিত্ত শ্রেণীর করদাতা। এছাড়াও, প্রায় ৩০-৪০ কোটি শ্রমজীবি মানুষও এই বাজেটের আওতায় উপকৃত হবেন।
এছাড়াও, এর আগে অন্য সরকারের আমলে কৃষকদের নিয়ে নানা পরিকল্পনা করা হয়েছে কিন্তু তার ফলে উপকৃত হয়েছেন মাত্র ২-৩ কোটি কৃষিজীবি মানুষ। আজকের কৃষি সম্মান নিধি প্রকল্পের আওতায় উপকৃত হবেন ১২ কোটি কৃষক। যাদের মোট জমির পরিমাণ ৫ একর বা তার কম।
পাশাপাশি নমো আরও জানান, ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত করার দাবি অনেক আগে থেকেই ছিলো। বর্তমান সরকার সেই দাবি পূরণ করতে সক্ষম হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের যোজনায় দেশের সব ব্যক্তির জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে ৷ কৃষকদের উন্নতি থেকে শুরু করে ব্যবসায়িক উন্নতি, আয়কর থেকে পরিকাঠামো, আবাসন থেকে স্বাস্থ্য, অর্থনীতির নতুন গতি থেকে নয়া ভারত গড়া, সব ক্ষেত্রেই এসেছে আমূল পরিবর্তন।
শুনুন কী বললেন মোদী?
Be the first to comment