তিন বাহিনীর সমন্বয়ে নতুন পদ চিফ অফ ডিফেন্স স্টাফ, ঘোষণা প্রধানমন্ত্রীর

Spread the love

৭৩ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি বলেন, দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছে, তখন দেশের কয়েটি প্রান্তের মানুষ বন্যার সঙ্গে লড়াই করছেন ৷ নাগরিকদের কষ্ট যাতে কম হয়, তার চেষ্টা করছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, যারা ফাঁসির পথ বেছে নিয়েছিলেন, গান্ধীজির নেতৃত্বে দেশ স্বাধীনতা পেয়েছিল ৷ দেশের স্বাধীনতার জন্য যারা নিজের উৎসর্গ করেছেন, তাদের আমি প্রণাম করতে চাই ৷ বিকাশ, শান্তি, সমৃদ্ধির জন্য যারা যোগদান করেছেন, তাঁদের আমি প্রণাম করতে চাই ৷

তিনি বলেন, সরকারের দ্বিতীয় দফার ১০ সপ্তাহও হয়নি, কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কাজ করা হয়েছে ৷ সাধারণ মানুষ আমাদের যে আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের সুযোগ দিয়েছেন, এক মুহূর্ত নষ্ট না করেই তাঁদের সেবায় আমরা মগ্ন রয়েছি ৷ এর মধ্যেই, ৩৭০ ধারা ও ৩৫ A ধারা প্রত্যাহার করা, সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন সার্থক করা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইন করা, দেশের মুসলমান মহিলাদের অধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ নমো বলেন, দেশের যুবসমাজ, কিশোর-কিশোরীদের উপর নির্যাতন রোখার জন্য কঠোর আইন পাশ করা হয়েছে ৷

এর আগে, এদিন সকালে টুইট করে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, প্রত্যেক ভারতীয়কে শুভ স্বাধীনতা দিবস ৷ জয় হিন্দ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*