করোনা নিয়ে দেশজুড়ে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আশঙ্কা বাড়িয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে আগামীকাল, শুক্রবার ফের জাতির উদ্দেশে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। তবে এবার রাত ৮টা নয়, সকাল ৯টায় ভিডিয়ো বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। একই বিষয়ে তাঁর টুইটের পর থেকেও জল্পনা, কী বলবেন মোদী?
‘আগামীকাল সকাল ৯টায়, দেশবাসীর উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা দেব।’ বৃহস্পতিবার টুইটে জানান প্রধানমন্ত্রী মোদী। যদিও কী বিষয়ে বার্তা দেবেন, তা জানানি তিনি।
বৃহস্পতিবারই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে লকডাউনের পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেন তিনি। প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ রুখতে গত ২৪ মার্চ দেশে তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
লকডাউনের মধ্যেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০০০ ছুঁইছুঁই। মৃতের সংখ্যা বেড়ে ৫০ পেরিয়েছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী কী বলেন, নজর সেদিকেই!
Be the first to comment