দিদি বাংলার মানুষের বিশ্বাস ভেঙেছেন; হাওড়ায় মোদী

Spread the love

আজ বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। আর সেদিনই বাংলায় নির্বাচনী জনসভায় এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলা সফরে এসে হাওড়ার ডুমুরজলার জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। দিদি এবার ভোটে হারতে চলেছেন। বাংলায় আসল পরিবর্তন চাই। এবার বাংলায় আসল পরিবর্তন আসবে। বয়ালের ঘটনায় স্পষ্ট যে দিদি হারছেন। দিদির কথায় স্পষ্ট যে ভোটে হেরে গিয়েছেন। এখন ইভিএম নিয়েও সমস্যা দিদির।

তিনি আরোও বলেন ‘এখন কমিশনকে নিশানা করছেন দিদি। এতেই স্পষ্ট যে দিদি হেরে যাচ্ছেন। দিদি আগে কেন্দ্রীয় বাহিনীর দাবি করতেন। এখন আধাসেনাকে নিশানা করছেন দিদি। টাকা নেওয়ার কথা বলে মানুষকে অপমান করছেন। সম্প্রতি অডিও টেপ প্রকাশ্যে এসেছেন। অডিও টেপে অনেক কিছু প্রমাণ হয়েছে। বাংলায় নতুন কর চালু করেছেন দিদি। বাংলায় ভাইপো সার্ভিস ট্যাক্স চালু করেছেন। তৃণমূলের জমানায় হাওড়ার শিল্প শেষ। দিদি বলেন দেখে নেব, বিজেপি বলে সেবা করব। দিদি ভোটারদের নিজের জমিদারি ভাবছেন। দিদি বাংলার মানুষের বিশ্বাস ভেঙেছেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*