আজ যে সংস্থাগুলি স্টার্ট আপের অধীনে রয়েছে। আগামিদিনে সেগুলিই হয়ে উঠবে বহুজাতিক সংস্থা। এমনই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি ওডিশার সম্বলপুর-আইআইএম এর স্থায়ী ক্যাম্পাসের শিলান্যাস করেন। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। পাশাপাশি যোগ করেন যে এখন কৃষি থেকে মহাকাশ, সবক্ষেত্রেই স্টার্ট আপের সুযোগ রয়েছে।
দেশের যুব সমাজই আগামিদিনে ব্র্যান্ড ইন্ডিয়া গড়ে তুলবে বলে মত প্রকাশ করেছেন তিনি। সেই প্রসঙ্গে তিনি দেশে আইআইএম বৃদ্ধি হওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০১৪ সাল পর্যন্ত সারা দেশে ১৩টি আইআইএম ছিল। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০। এখান থেকে যে প্রতিভারা সামনে আসবে, তাঁরা ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন।
আইআইএম সম্বলপুর তৈরি হয়েছে পাঁচ বছর আগে। এই কয়েক বছরে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথাই জানান ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এই শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসের শিলান্যাস প্রধানমন্ত্রীর হাতে হওয়ায় তিনি সন্তোষপ্রকাশ করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠান ওডিশার ঐতিহ্যকেই তুলে ধরছে।
অন্যদিকে নবীন পট্টনায়ক জানান, ওডিশায় শিক্ষা ব্যবস্থার ছবিটা দ্রুত বদলে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে ওডিশা কর্তৃত্ব করতে শুরু করেছে। ওডিশা ক্রমশ পূর্ব ভারতের এডুকেশন হাব হিসেবে গড়ে উঠছে।
Be the first to comment