ঘড়িতে তখন বিকেল সোয়া চারটে ৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ গাড়ি থেকে নেমেই দেখলেন তাঁর দলের একাধিক শীর্ষ নেতা অপেক্ষা করছেন তাঁর জন্য ৷ সেই সারিতে চতুর্থ স্থানে যিনি ছিলেন, তাঁর সঙ্গেই মুখোমুখি হয়ে একটু বেশিই সময় কাটালেন প্রধানমন্ত্রী ৷ আর সেই নেতার নাম শুভেন্দু অধিকারী ৷ বিজেপিতে যোগদানের পর এই প্রথম মুখোমুখি হলেন শুভেন্দু ও মোদী ৷ এদিন কুশল বিনিময়ের পর দুজনের মধ্যে সামান্য কথা হয় ৷ তারপর শুভেন্দু প্রধানমন্ত্রী পা ছুঁয়ে প্রণাম করতে যান, তখন মোদী বাহবা সূচক ভাবে শুভেন্দুর কাঁধে হাত দেন ৷
বিজেপি নেতাদের ওই সারির একেবারে শুরুতে ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার পর একে একে ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়, দলের নেতা রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা, দলের সহ পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ শুভেন্দু-মোদীর এই সাক্ষাতের সময় সকলের নজরই ছিল সেই দিকে। তবে এই দুই নেতার মধ্যে সেই সময় ঠিক কী কথা হল, তা অবশ্য জানা যায়নি ৷
Be the first to comment