প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার বেলা ১২ টা নাগাদ ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছান পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা। তারপর মিনিট ৪৫ মতো বৈঠক সেরে বেরিয়ে যান। দু’জনের মধ্যে কী আলোচনা হয়েছে, তা স্পষ্ট নয়।
মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু। শাহের সঙ্গে দেখা করে শুভেন্দু দাবি করেন, যে যে কারণে ৩৫৬ ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি করে হয়ে থাকে, তার থেকেও পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ। পশ্চিমবঙ্গ সরকার সংবিধান মানছে না।
Be the first to comment