দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়ায় ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন।
গত ২৪ নভেম্বর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী জানিয়েছিলেন, কী ভাবে কোন কোন পর্যায়ে কারা ভ্যাকসিন গ্রহণ করবেন। সেই অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন। গত ১৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণের প্রক্রিয়া। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী সহ ফ্রন্টলাইন ওয়ার্কার যেমন পুলিশ, সশস্ত্র বাহিনী ও পুরসভার কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
Be the first to comment