সুইডেন সফর শেষে বুধবার ব্রিটেনে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে-র সঙ্গে বৈঠক করার জন্য ১০ ডাউনিং স্ট্রিটে যান প্রধানমন্ত্রী মোদী। তাঁকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। সীমান্তে সন্ত্রাস, ভিসা-ইমিগ্রেশনের পাশাপাশি ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে দ্বিপাক্ষিক বৈঠকের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে-র মুখপাত্র জানিয়েছেন ব্রেক্সিটের পরেও ভারত-ব্রিটেনের সম্পর্ক আগের মতোই থাকবে ৷
পাশাপাশি এদিন প্রিন্স অফ ওয়েলসের (প্রিন্স চার্লস) সঙ্গে সায়েন্স মিউজিয়ামও ঘুরে দেখেন মোদী।
দেখা করেন ইন্দো-ব্রিটিশ কমিউনিটির সঙ্গেও।
Be the first to comment