১৫ লাখ টাকার মতোই রাম মন্দির নিয়েও ভাঁওতা দিচ্ছেন মোদী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমনই অভিযোগ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে দিল্লির রামলীলা ময়দানে নেতাকর্মীদের নিয়ে সভা করেছে বিজেপি। সেখানে রাম মন্দির নির্মাণ না হওয়া নিয়ে প্রধানমন্ত্রী মোদী সাফাই দিয়েছেন, অযোধ্যায় রাম মন্দিরের বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। একই সঙ্গে তিনি আরও বলেছেন, আদালতে রাম মন্দিরের বিষয়টির সমাধান হয়ে যেতো। কিন্তু কংগ্রেসের বিরোধিতায় তা হচ্ছে না। আর এই প্রসঙ্গেই ঠাকরে জানান, কংগ্রেস মাঝে চলে আসে বলে ওদের শাস্তি দিতে মানুষ তোমাদের বিপুল সমর্থন দিয়ে সরকারে বসিয়েছে। কিন্তু এখনও তোমরা রাম মন্দির গড়তে পারলে না?
এছাড়াও, ১৫ লাখ টাকার বিষয়টিকে রাম মন্দিরের সঙ্গে জুড়ে দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন, পাঁচ বছরে কারও অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা যায়নি। সেই ১৫ লাখের মতো রাম মন্দিরও কি তবে ভাঁওতা?
Be the first to comment