তোপ পাল্টা তোপ। কটাক্ষের জবাবে তীব্র আক্রমণ। সিন্ডিকেট রাজের অভিযোগ হোক বা কৃষক সমস্যা। বাংলার মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যা অভিযোগ করেছেন, তার প্রত্যেকটি খণ্ডন করেছে তৃণমূল। মোদীর অভিযোগ উড়িয়ে পাল্টা গেরুয়া শিবিরকেই তোপ দেগেছে ঘাসফুল।
বিজেপির মিশন বেঙ্গল। বাংলার মাটিতে গেরুয়া ঝড় তুলতে ভরসা সেই মোদী ম্যাজিক। মোদী এলেন। আর মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে একের পর এক তোপ দাগলেন তৃণমূলকে। পিছিয়ে নেই ঘাসফুল শিবিরও। মোদীর প্রতিটি আক্রমণের কড়া জবাব দিয়েছে তৃণমূলও।
বিজেপি এমন একটা সিন্ডিকেট যারা ধর্মীয় সন্ত্রাস ফেরি করে। বিজেপি দল দুর্নীতির সিন্ডিকেট, অত্যাচারের সিন্ডিকেট। আগুন নিয়ে খেলবেন না।
বিজেপি এমন একটা সিন্ডিকেট যারা ধর্মীয় সন্ত্রাস ফেরি করে। বিজেপি দল দুর্নীতির সিন্ডিকেট, অত্যাচারের সিন্ডিকেট। আগুন নিয়ে খেলবেন না।
ওই পোস্টারগুলো ২১ জুলাইয়ের শহিদ দিবসের জনসভার। এবার শহিদ দিবসের ২৫ বছর পূর্তি। মোদীর সভায় বেশিরভাগ মানুষই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা থেকে আসেন। প্রচুর টাকা খরচ করে জমায়েত করা হয়েছে। কিন্তু তাতে কৃষকদের কী উপকার হল?
বাংলার মন পেতে রাজ্য সফরে বিজেপির প্রধান সেনাপতি। কিন্তু তাকে যে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না, তা বুঝিয়ে দিল এ রাজ্যের শাসকদল।
Be the first to comment