নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থনের জন্য ঠাকুরনগরের সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাস করাতে হলেও সংসদের উচ্চকক্ষে বিলটি এখনও আটকে। সেকথাই মনে করিয়ে দিয়ে এই বিল পাস করাতে তৃণমূল কংগ্রেসের সমর্থন চেয়েছেন। মোদী বলেন, আমরা সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল এনেছি। তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন, এই বিলকে সমর্থন করুন। সংসদে এই বিল পাস হতে দিন।
মোদী আরও বলেন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু, শিখ-সহ সেদেশের সংখ্যালঘুরা এসেছেন, তাঁদের এদেশে থাকার অধিকার থাকা উচিত। সেই কারণেই তিনি এই বিল পাস করানোর আবেদন করেছেন।
Be the first to comment