
রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রয়াগরাজে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মাঘী অষ্টমী এবং ভীষ্ম অষ্টমী তিথিতে ত্রিবেণীতে পুণ্যস্নান সারলেন তিনি। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকায় করে আরাইল ঘাট থেকে মহাকুম্ভের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এরপর সঙ্গমে পৌঁছে পুণ্যস্নান সারেন তিনি। সঙ্গমে ডুব দিয়ে সূর্য প্রণাম করেন। এদিন সকাল ১০টা ৫ মিনিট নাগাদ প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে পৌঁছান আরাইল ঘাটে। পুণ্যস্নানের পর সাধু-সন্তদের সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে তাঁর।
এদিকে এদিনই দিল্লিতে বিধানসভা ভোট। আর সেদিনই কুম্ভে পুণ্যস্নানের দিন হিসাবে মোদির বেছে নেওয়া নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এসবই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। কুম্ভমেলায় মৌনী অমাবস্যা তিথিতে পদপিষ্টের ঘটনা ঘটে। সরকারি হিসাবে, সেই দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়। এরপর যোগী আদিত্যনাথের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আর সেই ঘটনার পর এদিন প্রয়াগরাজে গেলেন প্রধানমন্ত্রী। এদিনও প্রয়াগরাজে রয়েছে উপচে পড়া ভিড়।
Be the first to comment