ভিডিও সৌজন্যে- (পিএমও ইন্ডিয়া টুইটার)
কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতা করতে চান বলেই আগেই বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মঙ্গলবার নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শুরুর আগেও একই দাবি করলেন ট্রাম্প। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানালেন, খুব শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ফাঁকে নিউ ইয়র্কে যৌথ সাংবাদিক সম্মেলন করেন মোদী ও ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, হিউস্টনে আসার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। উনি আমার বন্ধু। একই সঙ্গে ভারতেরও বন্ধু। দুই দেশই বাণিজ্য চুক্তি করতে চলেছে। নরেন্দ্র মোদী আরও বলেন, একাধিক ইস্যুতে সদর্থক আলোচনা হয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে বড় গণতন্ত্রের মধ্যে।
ট্রাম্প বলেন, আমি মনে করি, পাকিস্তান উদ্বিগ্ন, ভারত কথা বলছে, আমি তো সাহায্য করবো, যদি তারা দু’জনেই এটা চায়। দুই দেশের দৃষ্টিভঙ্গি আলাদা। তা নিয়ে আমি চিন্তা করছি।
উল্লেখ্য, সোমবারই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে কাশ্মীর নিয়ে তাঁর মধ্যস্থতা করার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিনের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর ও কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালও উপস্থিত ছিলেন ৷ পাকিস্তানের বিষয়ে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব স্পষ্ট ভাবেই তাঁর বার্তা জানিয়ে দিয়েছেন ৷
দেখুন ভিডিও!
Be the first to comment