ভারত এবং আমেরিকা বন্ধুত্ব আরও শক্তিশালী হোক, এমনটাই চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে এই বার্তাই দিয়েছেন তিনি। করোনা ভাইরাস মোকাবিলায় ভারতকে ভেণ্টিলেটর দিয়ে সাহায্য করছে আমেরিকা। সবসময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামম্প। পালটা ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন নরেন্দ্র মোদীও। যেখানে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হওয়ার বার্তা দিয়েছেন।
শনিবার তিনি জানিয়েছেন, “বিশ্ব মহামারির সঙ্গে সকলে একসঙ্গে লড়াই করছে। এইরকম সময়ে সবদেশের একসঙ্গে কাজ করা উচিত, করোনামুক্ত সুস্থ ও সুন্দর পৃথিবীর জন্য সকলের সাহা্য্যের হাত বাড়ানো উচিত”।
ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিল ভারত। এবার ভেণ্টিলেটর দিয়ে দুঃসময়ের বন্ধুর পাশে দাঁড়াল আমেরিকা। শুক্রবার ট্যুইটারে ট্রাম্প লিখেছেন, ”আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমেরিকা ভারতকে ভেন্টিলেটন অনুদান হিসেবে দিচ্ছে। এই মহামারীতে আমরা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছি। ভ্যাক্সিন তৈরির ক্ষেত্রেও আমরা সাহায্য করব। আমরা একসঙ্গে অদৃশ্য এই শত্রুর বিরুদ্ধে লড়াইতে জয়ী হব।’
ট্রাম্পের অনুরোধে ভারত ৩৫.৮২ লক্ষ ট্যাবলেট পাঠিয়েছে। সঙ্গে ৯ মেট্রিক টন ওষুধ তৈরির সামগ্রীও পাঠানো হয়েছে। বিশ্ব মহামারি করোনা ভাইরাসে এখনও অবধি প্রাণ হারিয়েছেন প্রায় ৩ লাখ মানুষ, আমেরিকায় সেই সংখ্যা ৮০ হাজারের বেশি।
এর আগে হাইড্রক্সিক্লোরোকুইন নামের একটি ওষুধ, যা করোনা ভাইরাসে কার্যকর হতে পারে বলে দাবি করেন গবেষকরা, সেটা চেয়ে আবেদন জানিয়েছিলেন ট্রাম্প।
এরপরই মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, “আমি প্রচুর পরিমাণ ওষুধ আনাচ্ছি। ২৯ মিলিয়ন এর থেকেও বেশি। বেশিরভাগটাই ইতিমধ্যে ভারত থেকে রওনা হয়েছে। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলাম, যদি তিনি ওষুধ পাঠান। মোদী ভীষণ ভালো মানুষ।”
Be the first to comment