আজ মুখোমুখি হতে পারেন মোদী-ট্রাম্প

Spread the love

কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। সরকার অবশ্য দাবি করছে, কাশ্মীর শান্ত। কিন্তু, পিছন থেকে চাপ বাড়াচ্ছে পাকিস্তান। চিনের সাহায্য নিয়ে আন্তর্জাতিক মহলেও দরবার করছে তারা। বারবার মুখ পুড়লেও হার মানতে চাইছেন না ইমরান ! কাশ্মীর অভ্যন্তরীণ ইস্যু। একাধিকবার জানিয়েছে ভারত। এমনকী, দিন দশেক আগে হওয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠককে একপ্রকার পাত্তাই দেয়নি। পরে সাংবাদিক বৈঠক থেকে নিরাপত্তা পরিষদের ভারতীয় প্রতিনিধি আকবরুদ্দিন বলেন, ভারত অভ্যন্তরীণ বিষয়ে কাউকে নাক গলাতে দেবে না।

এর মাঝেই কাশ্মীর নিয়ে দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানদের পাশে পেয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু, ট্রাম্প সেভাবে সমর্থনের কথা বলেননি। তিনি বারবার বলেছেন, মধ্যস্থতায় রাজি। ভারত জানিয়ে দিয়েছে, তৃতীয় পক্ষ নাক গলাবে না। কাশ্মীর অভ্যন্তরীণ বিষয়। এই অবস্থায় দাঁড়িয়ে আজ হতে পারে মোদী-ট্রাম্প সাক্ষাৎ।

আজ G7 সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যাতেই তিনি বাহরিন থেকে ফ্রান্সের বিয়ারিৎজের উদ্দেশে রওনা দেন। তাঁকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। জানা গেছে, এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী, পরিবেশ, আবহাওয়া, সমুদ্র ও ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে বক্তব্য রাখবেন। আর সম্মেলনের পর সাক্ষাৎ হতে পারে মোদী-ট্রাম্পের। সেখানে উঠে আসবে কাশ্মীর ইস্যু।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে, প্রেসিডেন্ট ট্রাম্প, মোদির কাছে জানতে চাইবেন, কীভাবে প্রধানমন্ত্রী মোদী কাশ্মীরে অশান্তি এড়িয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন ? সেইসঙ্গে বাণিজ্যে যেভাবে প্রভাব পড়ছে তা কী করে সামাল দেবেন তাও জানতে চাইবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*