অ্যামেরিকা ও ভারতের সম্পর্কে এক অন্য দিশা দেখলো হিউস্টন ৷ ঐতিহাসিক সন্ধিক্ষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা যে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা দৃঢ় ভাষায় ঘোষণা করেন ট্রাম্প। অন্যদিকে নাম না করে আন্তর্জাতিক মঞ্চ থেকে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিলেন মোদী।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় ৩৭০ ধারা প্রত্যাহারের প্রসঙ্গ আরও একবার উঠে আসে ৷ এই ধারা প্রত্যাহারের মাধ্যমে বৈষম্য ও সন্ত্রাসবাদকে দূর করার যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন মোদী ৷ তবে পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসবাদ নিয়ে পরোক্ষভাবে এদিনের সভা থেকে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নমো ৷
প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার ৯/১১ হোক, বা মুম্বইয়ের ২৬/১১, এই হামলার চক্রান্তকারীদের কোথায় পাওয়া গিয়েছিল? শুধুমাত্র আপনারা নন, সারা বিশ্ব জানে, তারা কারা ৷ আর মোদীর এই বক্তব্যের পর হাততালিতে ফেটে পড়ে প্রেক্ষাগৃহ ৷ মোদী আরও বলেন, কেউ কেউ ভারতের প্রতি ঘৃণা পুষে রেখেছে, সেটাই তাদের মূল নীতি। তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, তারা সন্ত্রাসবাদকে প্রশয় দেয় ৷ এদিকে বক্তব্য পেশের সময় রবিবার বারবার মৌলবাদ ও ইসলামীয় সন্ত্রাসবাদ রোধ করার বিষয়টি তুলে ধরেন ট্রাম্প নিজেও ৷ সীমান্ত রক্ষার বিষয়টিতেও জোর দেন তিনি ৷ তাঁর বক্তব্যেও উঠে আসে সন্ত্রাসবাদ রোধের প্রসঙ্গ ৷
ট্রাম্প বলেন, অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতেই হবে ৷ নাগরিকদের নিরাপত্তা আগে ৷ ইন্দো-অ্যামেরিকান কিংবা হিসপ্যানিক অ্যামেরিকান কিংবা অ্যাফ্রো-অ্যামেরিকান সে যেই হোক, আমার দেশের নাগরিক ৷ তাদের নিরাপত্তার দায়িত্ব আমার ৷
তবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় উঠে এল ভোটের স্লোগান, অব কি বার ট্রাম্প সরকার ৷
দেখুন ভিডিও!
Be the first to comment