কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দু’জনের মধ্যে প্রায় ৩০ মিনিট ফোনে কথা হয় বলে সূত্রের খবর। এর আগে ট্রাম্পের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এদিকে আজ মোদী-ট্রাম্প কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী জানিয়েছেন, কয়েকজন নেতার ভারত বিরোধী মন্তব্য অশান্তিতে প্ররোচনা দিচ্ছে। সেইসঙ্গে নরেন্দ্র মোদী ট্রাম্পকে জানান, ভারত সরকার সন্ত্রাস-হিংসামুক্ত পরিবেশ গড়ে তুলতে চায়। পাশাপাশি এদিন ট্রাম্পকে সীমান্তে সংঘর্ষ বন্ধের গুরুত্ব সম্পর্কেও বুঝিয়েছেন নরেন্দ্র মোদী।
Be the first to comment