উন্নয়নের রাজনীতিতেই আস্থা পশ্চিমবঙ্গের, টুইট করলেন নরেন্দ্র মোদী

Spread the love

পশ্চিমবঙ্গের বার্তা হল-উন্নয়নের রাজনীতিতে আস্থা আছে, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনীতিতে নয়, হলদিয়ার জনসভার ভিডিও ট্যুইট করে এমনই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

প্রসঙ্গত, রবিবার হলদিয়ায় আসেন মোদী। তিনি প্রথমে বিজেপির জনসভায় যোগ দেন, তারপর সরকারি অনুষ্ঠানে যান। সরকারি অনুষ্ঠান থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সভার শুরুতেই উত্তরাখণ্ডের বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী বলেন, উত্তরাখণ্ডে উদ্ধারকাজ শুরু হয়েছে। সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে সরকার সব চেষ্টা করছে। দুর্গত মানুষদের জন্য আমি, বাংলা তথা দেশ প্রার্থনা করছে।

এরপর মোদী বলেন, মেদিনীপুরের পবিত্র মাটিতে আসতে পেরে ধন্য মনে করছি। এই মাটিতেই তৈরি হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। মেদিনীপুরের মাটির গুণে আমি মুগ্ধ। বাংলার এই পবিত্র মাটিকে কুর্নিশ জানাচ্ছি। বাংলায় ৫ হাজার কোটির প্রকল্পের সূচনা করব। বাংলার মানুষের প্রচুর কর্মসংস্থান হবে। সাধারণ মানুষ এই সব প্রকল্পের প্রচুর সুবিধা পাবেন।

এরপর সোমবার হলদিয়ার সভার ভিডিও ট্যুইট করে ফের বাংলার মনজয়ের চেষ্টা করলেন মোদী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*