বিজেপি-ই জিতছে বাংলায়। EVM-এ ভোটযুদ্ধ শুরুর আগেই এদিন টুইটারে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন মোদী টুইট করেন, “পশ্চিমবঙ্গে বিজেপির জয় একটা নতুন যুগের সূচনা করবে। রাজ্যে উন্নয়নের একটা নতুন অধ্যায় শুরু হবে। তৃণমূলের গুন্ডারাজের শেষ হবে।” পুরুলিয়ার নির্বাচনী প্রচারের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী।
তিনি আরোও বলেন, “দশ বছরের দুর্নীতি, তোষণের পর মমতা দিদি হঠাৎ বদলে গিয়েছেন। এটা মনের বদল নয়, হারের ভয়। বাংলার মানুষ তা করতে বাধ্য করেছেন। বাংলার মানুষের স্মৃতি খুবই শক্তিশালী। বাংলার মানুষ ঠিক করে ফেলেছে, লোকসভায় টিএমসি হাফ, এবার পুরো সাফ।” কটাক্ষ করেন, “তৃণমূলের নীতি হলে টিএমসি অর্থাৎ ট্রান্সফার মাই কমিশন। এখানে আয়ূষ্মান ভারত লাগু হয়নি। কারণ এই ট্রান্সফার মাই কমিশন। এই জন্যই দিদি জনধন অ্যাকাউন্টকে ভয় পান। চাল চুরির খেলা এবার শেষ হবে। এবার জঙ্গল মহলের বার্তা চুরির খেলা চলবে না, চলবে না। আপনাদের আওয়াজ বলে দিচ্ছে, দিদির কাউন্টডাউন শুরু হয়েছে।”
Be the first to comment