তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ; টুইটে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Spread the love

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যুইট করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী এদিন টুইটে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মমতা দিদিকে অভিনন্দন।’

একুশের ভোট আবহে বারবার রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হয়েও যে ভাবে একের পর এক প্রচার সভায় দেখা গিয়েছে তাঁকে, তা কার্যত নজিরবিহীন। শুধু শহর নয়, প্রত্যন্ত অঞ্চলে গিয়েও তৃণমূলকে কড়া বার্তা দিয়ে এসেছেন তিনি। তাঁর এই বিরোধী ভূমিকা একুশের ভোটের ওজন বাড়িয়ে দিয়েছিল অনেকটাই। কিন্তু ফলাফলে সব গেরুয়া শিবিরের প্রত্যাশা শেষ হয়ে যায়। ২০০ পার করার টার্গেট নিয়েছিলেন তাঁরা। ফলাফলে ১০০ আসনও মেলেনি পদ্ম শিবিরের। তাই সেই ফলাফলের পর মোদী কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। সে দিনও অবশ্য মমতাকে অভিনন্দন জানান তিনি।

পাশাপাশি, করোনা আবহে সবরকম সাহায্য করার বার্তা দেন তিনি। মনে করিয়ে দেন, ‘বিজেপি গত নির্বাচনের থেকে উপস্থিতি বাড়িয়েছে অনেকটাই।’ তিনি লিখেছিলেন, ‘পশ্চিমবঙ্গবাসী ভাইবোনেরা, যারা আমাদের দলকে ভোট দিয়েছেন, তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। অতীতের এক নগন্য উপস্থিতি থেকে শুরু করে, বিজেপি’র গুরুত্ব, আজ যথেষ্ট বেড়েছে। বিজেপি মানুষের জন্যে কাজ করে যাবে। এই নির্বাচনে সমস্ত কার্যকর্তার উৎসাহব্যঞ্জক অংশগ্রহন, প্রশংসনীয়।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*