ব্রিসবেনে উড়ল তেরঙ্গা, নরেন্দ্র মোদী ও মমতার শুভেচ্ছা টিম ইন্ডিয়াকে

Spread the love

তিনি বরাবর বলে আসেন এটা নতুন ভারত। নতুন ইতিহাস গড়তে এবং চ্যালেঞ্জ নিতে ভয় পায় না যে দেশ। আজ তাঁর কথা সত্যি প্রমান করল এক ঝাঁক তরুণ। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দুর্দান্ত টেস্ট সিরিজ জয়ের জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গাব্বার মাঠে ভারতের জয়ের কিছুক্ষণের ভেতরে প্রধানমন্ত্রী টুইট করে লেখেন,অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেট দলের অভাবনীয় সাফল্যে আমরা আনন্দিত। তাঁদের উল্লেখযোগ্য শক্তি এবং আবেগ দৃশ্যমান ছিল সর্বত্র। জয়ের লক্ষ্য, অভিপ্রায় এবং সংকল্প ছিল দেখার মত। গর্বের দিন। পুরো দলকে শুভেচ্ছা। ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা রইল।

ভারতীয় দলের এই সম্মিলিত প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি লিখেছেন, এই ঐতিহাসিক টেস্ট এবং সিরিজ জয়ের জন্য শুভেচ্ছা৷ তোমাদের এই সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আমরা সবাই গর্বিত ৷ জয় হিন্দ ৷

অতীতেও ভারতীয় ক্রিকেট দল শুধু নয়, ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে তাঁর এই বার্তা গোটা ভারতীয় শিবিরকে অনুপ্রাণিত করবে। সত্যি বলতে গেলে চার ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর ভারতীয় দল বাকি টেস্টে হোয়াইটওয়াশ হয়ে যাবে এমন সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু মেলবোর্নে বিরাট কোহলিকে ছাড়াই দুর্দান্ত কামব্যাক করে ভারত। অধিনায়ক রাহানে শতরান করেন। ভারত জেতে আট উইকেটে। এরপর সিডনিতে অশ্বিন এবং বিহারির অদম্য লড়াইয়ে ড্র করে ভারত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*