একুশের বিধানসভাকে সামনে রেখে আজ ফের বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উলুবেড়িয়ায় সভা করেন তিনি। সেখানে তিনি বলেন, ‘এই নির্বাচন শুধুমাত্র রাজ্যে ক্ষমতা বদলের নির্বাচন নয়, বরং রাজ্যে আসল পরিবর্তন আনার নির্বাচন। আগামী ২ মে বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হবে। ভাইপোর উইন্ডো বন্ধ হবে।’
তিনি আরোও বলেন, ‘আজ নন্দীগ্রামের মানুষ বাংলার মানুষের স্বপ্ন পূরণ করে দিয়েছেন। বাংলার মানুষ আর অপেক্ষা করতে রাজি নয়। নিজেদের ভবিষ্যত বাঁচানোর জন্য বাংলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কয়েক ঘণ্টা আগে নন্দীগ্রামে যা হয়েছে তা দিদির হারের ইঙ্গিত। শেষ দফার মনোনয়ন দাখিল এখনও বাকী। গুঞ্জন রয়েছে অন্য কোনও আসন থেকে মনোনয়ন পত্র দখিল করতে চলেছেন দিদি। এর মধ্যে কতটা সত্যি আছে আপনিই বলুন দিদি।’
তিনি এদিন বলেন, ‘দিদি, ভারত মাতার সন্তানকে আপনি বহিরাগত বলেন, টুরিস্ট বলেন? আর অনুপ্রবেশকারীদের আপন ভাবেন? আপনার কথা গোটা দেশ শুনছে। বিজেপি সেই দল যারা বাংলার সুসন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। বহিরাগত বলে সংবিধানের অপমান করবেন না।
আপনাদের প্রশ্ন করি, এই ১০ বছরে দিদি তাঁর কাজের হিসেব দিয়েছেন কি? দেওয়া উচিত নয়? আসল কথা হল, হিসেব দেওয়ার মতো কোনও কিছুই ওঁর কাছে নেই। উলুবেড়িয়ার মানুষ জানতে চান আমপান ত্রাণের টাকা কোথায় গেল? দিদি জবাব দিতে না পারেন তো ভাইপো দিন! বাংলার মানুষের ক্ষোভ থেকে দিদির বাঁচার কোনও উপায় নেই। কান খুলে দিদি শুনে নিন, বাংলার মানুষ এই ভোটে আপনাকে শাস্তি দেবে। প্রথম দফার ভোটের আপনি তা বুঝতেই পেরেছেন।’
Be the first to comment