যে জায়গায় মূর্তি ভাঙা হয়েছে, সেখানেই পঞ্চধাতুর মূর্তি পুনঃস্থাপন করা হবেঃ নরেন্দ্র মোদী

Spread the love

‘যে জায়গায় মূর্তি ভাঙা হয়েছে, সেখানেই পঞ্চধাতুর মূর্তি পুনঃস্থাপন করা হবে’। বুধবার উত্তরপ্রদেশের জনসভা থেকে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ উত্তরপ্রদেশের মৌতে নির্বাচনী জনসভা ছিল প্রধানমন্ত্রীর। আর সেখান থেকেই তিনি টার্গেট করেন বাংলার তৃণমূল সরকারকে। রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন। পাশাপাশি, তাঁর ভাষণে উঠে আসে বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার প্রসঙ্গও। তারপরই জনসমক্ষে মোদী কথা দেন ফের মূর্তি স্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী কথায়, বিদ্যাসাগরের আদর্শে আমরা বিশ্বাসী। তাঁর ভাবধারাকে মেনে চলবো। কথা দিচ্ছি, ওই একই জায়গায় বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি পুনঃস্থাপন করবো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*