৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি প্রসঙ্গে বিরোধীদের সব সমালোচনার জবাব দিলেন নরেন্দ্র মোদী

Spread the love

শুক্রবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। আর শনিবার বাজেটকে পুঁজি করেই বিজেপির নতুন ‘সদস্যতা অভিযান’ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের ‘পেশাদার নৈরাশ্যবাদী’ বলে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ৫ লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা রেখেছেন তিনি ২০২৪-২০২৫ সালের মধ্যে। এদিন দেশজুড়ে বিজেপি সদস্য সংখ্যা বাড়ানোর অভিযান মেগা কর্মসূচিতে নরেন্দ্র মোদী বলেন ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির মানেটা আসলে ঠিক কী? লোকসভা ভোটে বিপুল জয়ের পর এই প্রথম নিজের লোকসভা কেন্দ্র সফরে যান মোদী।

উল্লেখ্য, দেশের স্লথ গতিতে আর্থিক বৃদ্ধির আবহে প্রধানমন্ত্রীর ৫ লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা নিয়ে যখন বিরোধীরা প্রশ্ন তুলছেন, তখন বারাণসীতে তার মোক্ষম জবাব দিলেন মোদী। বলেন, অনেকেরই ধারণা, এই লক্ষ্যে পৌঁছাতে সময় লাগবে, বা এটা অসম্ভব। তবে বাজেটেও এই লক্ষ্যমাত্রা নিয়ে বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্র। ধনীর উপর কর চাপিয়ে, মধ্যবিত্তের সামান্য সুরাহা করে, গ্রাম-গরিব-মহিলার উপরে সদয় হয়েছেন তিনি। সমালোচকরা তাঁকে সমৃদ্ধ করে একথাও বলেন মোদী। তিনি বলেন, পৃথিবীর উন্নয়নশীল দেশ পরিশ্রমের মাধ্যমে নিজেকে কোথায় নিয়ে গিয়েছে। এটা ভারতের সময়।
সেই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, যাঁরা ভাবছেন, ৫ লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা সঠিক নয়, তাঁরা আসলে পেশাদার নৈরাশ্যবাদী ।

উল্লেখ্য, আজ বারাণসীতে বিমানবন্দরে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মূর্তি উন্মোচন করেন মোদী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে গাছের চারা লাগানোর কর্মসূচিতেও অংশ নেন। একইসঙ্গে বৃক্ষরোপণ করেও নতুন অভিযানেরও ডাক দেন মোদী।

দেখুন ভিডিও-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*