বিতর্কিত কৃষি আইন ১৮ মাসের জন্য স্থগিত করতে রাজি কেন্দ্রীয় সরকার ৷ আজ একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ একইসঙ্গে তিনি বলেন, সাধারণতন্ত্র দিবসের দিনে কৃষকদের ট্র্যাক্টর ব়্যালিতে হিংসার ঘটনায় পর এক সপ্তাহ ধরে চলা অচলাবস্থা কাটাতে আলোচনায় বসতে রাজি সরকার।
আগে নয় দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর সরকারের তরফে কৃষকদের কৃষি আইন বাস্তবায়নের উপর ১৮ মাস স্থগিতের প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ কিন্তু কৃষকরা সেই প্রস্তাব মানতে রাজি হয়নি ৷ মোট ১১ দফার আলোচনার পরও তৃতীয়বার এই প্রস্তাবে রাজি হননি কৃষকরা ৷
এরপর কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, বল এখন কৃষকদের কোর্টে ৷ আমরা কৃষকদের আইন প্রত্যাহার করা ছাড়া অন্য পথ প্রস্তাব করার কথা বলেছি ৷ যদি তাঁদের কাছে আমাদের থেকে কিছু ভালো প্রস্তাব থেকে থাকে ৷
ইউনিয়ন বাজেটের জন্য সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী একই প্রস্তাবের পুনরাবৃত্তি করেন ৷ ২০টি বিরোধী দল কৃষক আন্দোলনের সমর্থনে পার্লামেন্টে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেন। তার একদিন পর সর্বদলীয় বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী ৷
Be the first to comment