বিশেষ প্রতিনিধি,
দলের মুখ বাঁচাতে মহিলারাই ভরসা৷ কর্ণাটকে দলের ভাগ্য মহিলাদের হাতে ছেড়ে দিলেন মোদী৷ শুধু দলের মহিলা কর্মীরাই নন, মহিলা ভোটাররাও ভরসা প্রধানমন্ত্রীর। শুক্রবার কর্ণাটকে নিজের বক্তব্যে সেই নির্ভারতার কথাই বারবার তুলে ধরলেন তিনি৷
তৃতীয় দফার ভিডিও করফারেন্সে এদিন নরেন্দ্র মোদী বলেন, মহিলারাই কর্ণাটকের ভবিষ্যৎ নির্ধারণ করুন। মহিলা ভোটারদের উপরে নজর দিন। মহিলারা এমন প্রতিযোগিতার মনোভাব তৈরি করুন যাতে তাঁরা ভোটে অংশগ্রহণের ক্ষেত্রে পুরুষদের হারিয়ে দেন। খেয়াল রাখতে হবে, একটি বুথে যদি ৩০০ জন পুরুষ ভোট দেন তবে যেন ৩৫০ জন মহিলা ভোটার হাজির হন।
শেষ বেলার প্রচারে মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রচারেরও নির্দেশ দেন। একই সঙ্গে তিনি দু’টি ছবি দেখান ভিডিও কনফারেন্সে। একটি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও অন্যটি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। দু’টি ছবিতেই দেখা যাচ্ছে দুই মন্ত্রী কোনও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। এই ছবি দেখিয়ে প্রধানমন্ত্রী বোঝাতে চান তাঁর সরকার ও দল কী ভাবে মহিলাদের গুরুত্ব দেয়।
কেন্দ্রীয় প্রকল্পের ভিডিও বিজ্ঞাপনও দেখানো হয় কর্ণাটকের রাজ্য মহিলা মোর্চার সদস্যদের। তিনি বলেন, তাঁর সরকারই প্রথম বিভিন্ন ক্ষেত্রে কাজ করা অনামী মহিলাদের পদ্মশ্রী সম্মান প্রদান চালু করেছে। কর্ণাটকের এমন দুই মহিলার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ করেন ২০০৮ সালে রাজ্যে বিজেপি সরকারের চালু করা দুই প্রকল্প ‘ভাগ্যলক্ষ্মী’ ও ‘বালা সঞ্জীবনি’-র কথা। একই সঙ্গে ছাত্রীদের জন্য সাইকেল বিতরণ প্রকল্পের কথাও উল্লেখ করেন।
দলের মহিলা মোর্চাকে জয় নিশ্চিত করতে দায়িত্ব নিতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তিনি এমন নির্দেশও দেন যে, মহিলা ভোটারদের আরও বেশি করে বুথমুখী করতে হবে কর্ণাটক জয়ের জন্য।
Be the first to comment