আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবনে দীর্ঘ এক ঘণ্টা ধরে বৈঠক চলে। ২০২২ সালেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। কার্যত এক বছর আগে থেকেই নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি জল্পনা শুরু হয়েছিল যে করোনা মোকাবিলায় যোগী প্রশাসনের ব্যর্থতার জেরে আগামী বছরে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নাও করা যেতে পারে যোগী আদিত্যনাথকে। তবে দলের তরফে এই জল্পনাকে উড়িয়ে দেওয়া হয়।
এ দিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যোগী আদিত্যনাথ একটি ছবি টুইট করে লেখেন, “আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা এবং ওনার থেকে পরামর্শ নেওয়ার সুযোগ মিলেছে। সারাদিনের ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী সময় বের করে বৈঠক করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।”
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই যোগী আদিত্যনাথ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনেও গিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন যোগী আদিত্যনাথ। দীর্ঘ ৯০ মিনিট ধরে চলা বৈঠকে আগামী বছরের বিধানসভা নির্বাচনের রোড ম্যাপ নিয়েই আলোচনা করা হয়।
Be the first to comment