“নতুন ভারত গড়ার লক্ষ্যে কাজ করছি। ভারতের সব জিনিস যাতে বিশ্বমানের হয় সেই লক্ষ্যে কাজ রাখতে হবে। একবিংশ শতাব্দীকে যদি আমরা এশিয়ার শতাব্দী মেনে থাকি, তাহলে এটাকে ভারতের শতাব্দী বানানোই আমাদের কর্তব্য।”
ম্যানিলায় ভারতীয় দূতাবাসের একটি অনুষ্ঠানে যোগ গিয়ে সোমবার একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনদিনের সফরে ফিলিপিন্সের ম্যানিলায় রয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার, আসিয়ান সামিটে যোগ দেবেন তিনি। তার আগে সোমবার ভারতীয় দূতাবাসের একটি অনুষ্ঠানে যোগ দেন মোদী। পাশাপাশি ফিলিপিন্সে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেখাও করেন।
এদিন স্বচ্ছ ভারত অভিযানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরও বলেন, “পরিষ্কার স্থানে থাকতে সবাই চায়। তাই মহাত্মা গান্ধি যেখানে কাজ শেষ করে গেছেন, সেখান থেকেই আমরা কাজ শুরু করেছি। ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে যোগ দিয়েও কংগ্রেসকে কয়লা কেলেঙ্কারি ও 2G কেলেঙ্কারিতে কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী।
Be the first to comment