রোজদিন ডেস্ক:- প্রয়াত হলেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ বিবেক দেবরায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, প্রেসিডেন্সি কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এই অর্থনীতিবিদের মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। আজ, শুক্রবার সকালে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। দেবরায়ের জন্ম শিলংয়ের এক বাঙালি পরিবারে। স্বাধীনতার সময় তাঁর পিতামহ তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেট থেকে শিলংয়ে এসেছিলেন। কলকাতায় পড়াশোনার পালা শেষ করে দিল্লি ‘স্কুল অফ ইকনমিক্স’-এ পড়াশোনা করেছিলেন তিনি। এর পরে গন্তব্য ছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে যোজনা কমিশন বাতিল করে নীতি আয়োগ গড়লে তার পরিচালন পর্ষদের অন্যতম সদস্য করা হয়েছিল দেবরায়কে। ইউপিএ জমানায় ‘রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ কনটেম্পোরারি স্টাডিজ়’-এর অধ্যক্ষ ছিলেন দেবরায়।
অর্থনীতি তো বটেই, তার পাশাপাশি বিবেক দেবরায় ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক বিষয়েই সমৃদ্ধ ছিলেন। পারদর্শী ছিলেন। অর্থনীতি, জনসাধারণের অর্থ ওতার বিশ্লেষণ, অর্থনৈতিক সংস্কার, প্রশাসনিক কাজকর্ম এবং ভারতীয় রেলওয়ের মতো নানা বিষয় নিয়ে অনেক লেখালেখি করেছিলেন তিনি। শুধু তাই নয়, মহাভারত এবং গীতার মতো প্রাচীণ ধর্মগ্রন্থকেও আধুনিক ভাষায় অনুবাদ করেছিলেন।
তবে মোদী সরকারের কাজের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এবং নানা গুণের জন্য বিশেষ প্রশংসিত হলেও, তিনিই গতবছর সংবিধান পরিবর্তনের দাবি জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মোদীর এই উপদেষ্টা। ২০২৩ সালের অগস্ট মাসে তিনি বলেছিলেন, ‘এই সংবিধান পুরোপুরি পরিবর্তন করে নয়া সংবিধান আনা উচিত।’
আবার অন্য দিকে, ‘এক দেশ, এক ভোট’-এর পক্ষে সওয়াল করে গতবছরই একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন বিবেক দেবরায়। তিনি দাবি করেছিলেন, গত ৩০ বছরে এমন একটিও বছর যায়নি, যেখানে লোকসভা বা বিধানসভা ভোট হয়নি। এর ফলে ভোটের খরচ অনেক বেড়ে গেছে। দলে দলে নিরাপত্তা বাহিনী কাজে লাগানোর ফলে মানবসম্পদেও টান ধরেছে।
তদুপরি, আদর্শ আচরবিধি কার্যকর হওয়ার জেরে দিনের পর দিন ধরে সরকারি কাজকর্ম লাটে উঠেছে। উন্নয়ন সংক্রান্ত কাজকর্মে আপস করতে হয়েছে।
সেই রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাও উল্লেখ করেছিলেন বিবেক। তাঁর বক্তব্য ছিল, যদি ভারত এই বদলের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে তবে দেশের উন্নয়নের পথ অনেক প্রশস্ত হবে।
বিবেক দেবরায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Dr. Bibek Debroy Ji was a towering scholar, well-versed in diverse domains like economics, history, culture, politics, spirituality and more. Through his works, he left an indelible mark on India’s intellectual landscape. Beyond his contributions to public policy, he enjoyed… pic.twitter.com/E3DETgajLr
— Narendra Modi (@narendramodi) November 1, 2024
এদিন মোদী সোশ্যাল মিডিয়াতে বিবেক দেবরায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন লেখেন, ‘ডঃ বিবেক দেবরায়জি একজন পণ্ডিত ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক কিছুর মতো বিভিন্ন বিষয়ে তাঁর দক্ষতা ছিল। তিনি তাঁর কাজের মাধ্যমে ভারতের বৌদ্ধিক পরিসরে একটি চিহ্ন রেখে গেছেন। পাবলিক পলিসিতে তার অবদানের বাইরেও তিনি আমাদের প্রাচীন গ্রন্থগুলি নিয়ে কাজ করতেন, সেই কাজ উপভোগ করতেন। তিনি সেগুলিকে যুবসমাজের কাছে সহজ করে তুলেছিলেন।’
Saddened by the news of the sudden demise of Bibek Debroy, noted economist and Chairman of PM’s Economic Advisory Council.
A brilliant son of Bengal and a scholar of repute, he will be remembered by us.
Condolences to the bereaved family and friends.
— Mamata Banerjee (@MamataOfficial) November 1, 2024
এদিন এক্স হ্যান্ডেলে অর্থনীতিবিদ বিবেক দেবরায়কে বাংলার মেধাবি সন্তান ও পণ্ডিত বলে আখ্যা দিয়ে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Be the first to comment