সবকিছুই রামের আর সবার মধ্যেই রাম আছেনঃ মোহন ভাগবত

Spread the love

ভূমিপুজোয় অংশ নেওয়া ও রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন RSS প্রধান মোহন ভাগবত ৷ আজকের দিনের মহাত্ম উল্লেখ করে তিনি বলেন, “আমাদের তৎকালীন সংঘপ্রধান আমাদের বলেছিলেন এই কাজ করতে ২০-৩০ বছর লাগবে । তাই লাগল । ২৯ বছর । আমরা অপেক্ষা করেছি । আজ ৩০ বছরের মাথায় যা সংকল্প ছিল তার পূরণ করার আনন্দ উপভোগ করছি ।”

রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম ‘পুরধা’ লালকৃষ্ণ আদবানি । কিন্তু তিনি আজ উপস্থিত ছিলেন না । কেন ছিলেন না ? মোহন ভাগবত বলেন, “এই ঘটনায় অনেকেই সেই সময় বলিদান দিয়েছে । প্রথম সারিতে দাঁড়িয়ে লড়েছে তাঁরা আজ এখানে সশরীরে উপস্থিত নেই । কিন্তু তাঁরা আমাদের সঙ্গে রয়েছেন । যেমন আদবানি’জি ঘরে বসে এই অনুষ্ঠান দেখছেন ।

এমন পরিস্থিতি আজ যে ইচ্ছে থাকলেও অনেককে ডাকা যায়নি । গোটা দেশে আজ আনন্দের ছবি । আনন্দ আরও এই কারণে যে, আত্মনির্ভর হওয়ার জন্য যে আত্মউপলব্ধির দরকার ছিল তা পূরণ হয়েছে । সারা জগতে নিজেকে এবং নিজের মধ্যে সারা জগতকে দেখার ঐতিহ্য ভারতের রয়েছে । সবাইকে সঙ্গে নিয়ে পথ চলার ঐতিহ্য রয়েছে । মনে হচ্ছে, অশোক জি (অশোক সিঙ্ঘল) এখানে থাকলে ভালো হত । আমার বিশ্বাস যিনি নেই তিনিও সঙ্গে আছেন আমাদের । কোরোনা-আবহে আমরা সারা বিশ্বকে পথ দেখাতে পারি। তৃতীয় রাস্তা দেখাতে পারি ।”

ভাগবত আরও বলেন, “রামের পরাক্রম আমাদের মধ্যে এখনও আছে । সব কিছুই রামের আর সবার মধ্যেই রাম আছেন । এখানে মন্দির তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে । সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে । আমাদের সবার মনের অযোধ্যা সাজাতে হবে । সবার উন্নতি করা, সবাইকে আপন ভাবা ধর্ম পালন করতে হবে । মন্দির তৈরি হওয়ার আগেই আমাদের মনকে তৈরি করতে হবে । হৃদয় থেকে ভেদাভেদ দূর করে শুধু দেশবাসীর কথা ভাবতে হবে । রাম মন্দিরের সঙ্গে অন্যান্য মন্দিরের পার্থক্য রয়েছে ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*