মহাতীর্থ ইস্কন

Spread the love

অনেকে বলেন ধর্মই কর্ম। আবার অনেকের মতে ধর্ম হলো আফিং, যা মানুষকে বুঁদ করে রাখে। আসলে ধর্মই মানুষকে সঠিক মার্গ দর্শন করায়। তাই রোজদিনে আমরা প্রতিদিন এক একটা ধর্মস্থানের কথা বলবো।

ইস্কন(ISKCON) – আমেরিকায় প্রথম শুরু হয়েছিলো ইস্কন। যার শাখা–প্রশাখা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইস্কন(ISKCON) কথাটি পুরো করলে হয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (International Society for Krishna Consciousness)। সারা বিশ্বেই আজ ইস্কনের ব্যাপ্তি। মোট ৮৫০টি মন্দির আছে। নদীয়ার মায়াপুরে মূল ইস্কনের মন্দির। কলকাতার ৩সি, মিন্টো পার্ক, যাকে অ্যালবার্ট রোড বলা হয় সেখানেও আছে ইস্কনের মন্দির।

মন্দিরগুলি শুধু যে স্বর্গীয় বা পবিত্র তাই নয়, মানুষকে দিশা দেখায় ইস্কন। আসলে গীতার বানীকে পাথেয় করে চলে এই ইস্কনের মন্দিরগুলি। তাই দেশ–বিদেশের বহু ভক্তের সমাগম হয় এখানে। রাধা–কৃষ্ণের স্নিগ্ধ যুগলে মুর্তির সামনে দাঁড়িয়ে অন্ধকার থেকে আলোর ঠিকানা খোঁজে মানুষ। এখানে রথযাত্রাও হয়। তাছাড়া সমস্ত ধর্মীয় অনুষ্ঠানই ঐতিহ্য মেনে পালন করা হয়। প্রতিবছরই ইস্কনের সদস্য সংখ্যা বাড়ছে প্রচুর। ধর্মে বা ঈশ্বরে বিশ্বাসী মানুষ মায়াপুর বা কলকাতায় একবার ঘুরে আসতেই পারেন এই শীতের মরসুমে।

আর যাঁরা ঈশ্বরে বিশ্বাসী নন, তাঁরাও শিক্ষা, সংস্কৃতি, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, ত্যাগ ইত্যাদির পীঠস্থান ইস্কনে ঘুরে দেখে আসতে পারেন। মন্দিরগুলির গঠনশৈলী এবং সুন্দর কারুকার্য আপনাদের মুগ্ধ করবেই। যাঁরা বাইরে থেকে আসবেন তাঁরা মন্দির সংলগ্ন গেস্ট হাউসেও আসতে পারেন। কলকাতার ইস্কন মন্দিরের ঠিকানা ও ফোন নম্বর দেওয়া হলোঃ

৩সি, মিন্টো পার্ক, অ্যালবার্ট রোড, কলকাতাঃ ৭০০০১৭

ফোন নম্বর– (০৩৩–৪০৪০৩৩০০)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*